স্টাফ রিপোর্টার::বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ উপলক্ষে বিশাল বহর নিয়ে ঢাকায় গমন করে বরিশাল মহানগর জামায়াত। ১৯ জুলাই শনিবার সকালে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা সদরঘাট থেকে বিশাল এক মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি মাস্টার মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলটি সদরঘাট থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত স্লোগান দিতে দিতে চলে যায়। উপস্থিত নেতাকর্মীরা বলেন, অনেক বেশি সংখ্যক লোক নিয়ে জাতীয় সমাবেশে যোগদান করেছে বরিশাল মহানগর জামায়াত। এই সমাবেশটি স্মরন কালের সর্ববৃহৎ সমাবেশ বলে মন্তব্য করেন তারা।